নেতানিয়াহু কানাডায় পা রাখলেই গ্রেপ্তার: নতুন প্রধানমন্ত্রীর ঘোষণা


নেতানিয়াহু কানাডায় পা রাখলেই গ্রেপ্তার: নতুন প্রধানমন্ত্রীর ঘোষণা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডায় প্রবেশ করেন, তবে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশ অনুযায়ী গ্রেপ্তার করা হবে— এমন ঘোষণা দিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি।

সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে কারনি বলেন, কানাডা আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতার নীতিতে অটল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই রোম স্ট্যাটিউটের আওতায় আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, “কানাডা আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশকে বাধ্যতামূলক বিচারিক নির্দেশ হিসেবেই বিবেচনা করবে। সুতরাং, বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডার ভূখণ্ডে প্রবেশ করেন, তাকে গ্রেপ্তার করা হবে।”

গাজা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োগাভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

রোম স্ট্যাটিউটের সদস্য রাষ্ট্র হিসেবে কানাডার এই পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে কোনো পশ্চিমা দেশ থেকে এ ধরনের প্রকাশ্য অবস্থান এবারই প্রথম, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কারনির এই ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কে অস্থিরতা তৈরি করতে পারে। অন্যদিকে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা একে “সাহসী ও নৈতিক নেতৃত্বের উদাহরণ” বলে আখ্যা দিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×