জেলে বন্দি করা হলো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:১৪ পিএম, ২১ অক্টোবর ২০২৫

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী তহবিল নেওয়ার অভিযোগে দণ্ডপ্রাপ্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আদালতের নির্দেশে তিনি নিজে উপস্থিত হয়ে জেলে প্রবেশ করেন, এরপর আনুষ্ঠানিকভাবে তাকে বন্দি করা হয়।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সারকোজি। তার বিরুদ্ধে অভিযোগ—সেই সময় নির্বাচনী প্রচারণায় অর্থায়নের জন্য গাদ্দাফির কাছ থেকে কয়েক মিলিয়ন ইউরো গ্রহণ করেছিলেন তিনি।
বিদেশি উৎস থেকে অর্থ নেওয়ার অভিযোগে চলতি মাসের শুরুতে ফরাসি আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে এক মাসের মধ্যে কারাগারে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়।
তবে সারকোজি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। কারাগারে যাওয়ার আগে সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি লিখেন, তিনি নির্দোষ এবং সত্যের জয় হবেই।
সাবেক এ প্রেসিডেন্টকে বন্দি করা হয়েছে প্যারিসের বিখ্যাত লা সতেঁ কারাগারে। নিরাপত্তার কারণে তাকে রাখা হয়েছে একাকী সেলে, যেখানে কুখ্যাত আসামিদেরও রাখা হয় না।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সারকোজির ৯৫ স্কয়ার ফিটের সেলে রয়েছে একটি আলাদা টয়লেট, গোসলখানা, টেবিল এবং ছোট একটি টেলিভিশন।
অন্যদিকে, জেলে যাওয়ার এক সপ্তাহ আগেই বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এলিসি প্যালেসে বৈঠক করেছিলেন সারকোজি।
সূত্র: বিবিসি