ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের গোপন তৎপরতা আন্তর্জাতিক আইন লঙ্ঘন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪১ পিএম, ২১ অক্টোবর ২০২৫

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন, ভেনেজুয়েলায় গোপন কার্যক্রম চালানো এবং সশস্ত্র হুমকি প্রদানের পদক্ষেপ দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মঙ্গলবার এই সতর্কবার্তা দিয়েছে তিনজন স্বাধীন বিশেষজ্ঞ।
তারা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘‘ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের মৌলিক বাধ্যবাধকতা ভঙ্গ করছে। অন্য কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা সশস্ত্র হুমকি দেওয়া যাবে না।’’ বিশেষজ্ঞরা আরও বলেন, ‘‘এ ধরনের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে, যা ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।’’
কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন কার্যক্রম চালানোর অনুমোদন দেন। এর পর ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভেনেজুয়েলার সরকারও যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সরকার পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিযোগ করেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এমন সশস্ত্র হুমকি বা গোপন অভিযান কেবল দুই দেশের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। তাদের মতে, অভিযোগ সত্য হলেও আন্তর্জাতিক জলসীমায় যথাযথ আইনি ভিত্তি ছাড়া প্রাণঘাতী বলপ্রয়োগ আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যার অন্তর্ভুক্ত।
প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় কিছু সংঘবদ্ধ অপরাধচক্রকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করেছেন, যার মধ্যে কারাকাসের ট্রেন দে আরাগুয়া গোষ্ঠীও রয়েছে। তিনি অভিযোগ করেছেন, এসব চক্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাদকের চোরাচালান হচ্ছে।
সূত্র: এএফপি, রয়টার্স।