জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: এনসিপির উদ্দেশ্যে গোলাম পরওয়ার
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৫৭ পিএম, ২০ অক্টোবর ২০২৫

রাজনীতির মাঠে সদ্য পথচলা শুরু করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তার ছাত্রসংগঠনকে উদ্দেশ্য করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, রাজনীতিতে প্রতিযোগিতায় নামার আগে অনেক দূর যেতে হবে তাদের, কারণ এখনই জামায়াতের সঙ্গে পাল্লা দেওয়ার সময় নয়।
“তোমরা নতুন ছাত্রদের দল। জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না,” এমন মন্তব্য করেন তিনি সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।
গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, “নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না।”
সমাবেশে তিনি আরও জানান, একটি প্রচলিত ধারণা আছে যে, হিন্দু সম্প্রদায়ের মানুষ মানেই আওয়ামী লীগের সমর্থক। সেই বিশ্বাস ভাঙতে এবার হিন্দুদের ভোটের মধ্য দিয়েই পরিবর্তনের ইঙ্গিত দেখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
“একটা ধারণা আছে হিন্দু মানেই আওয়ামী লীগ ও নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখিয়ে দেবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের সব শাসন থেকে নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ,” বলেন জামায়াতের এই শীর্ষ নেতা।
তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ অনেকে।