জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মীমাংসা করতে গিয়ে যুবক খুন
- নাটোর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৮ পিএম, ২০ অক্টোবর ২০২৫

নাটোরের সিংড়ায় দুই ভাইয়ের মধ্যে অনলাইন জুয়াকে ঘিরে দীর্ঘদিনের বিরোধের জেরে এক নিরীহ যুবককে খুন হতে হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পেট্রলবাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতের শিকার হন তিনি।
নিহত ব্যক্তির নাম মিঠুন সাহ (৩৪)। তিনি আদিমপুর গ্রামের বাসিন্দা এবং বিয়াস মাবিয়া মোড় এলাকায় একটি চা ও মনোহারি দোকান পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেট্রলবাংলা মহল্লার মৃত নাসিরুল ইসলামের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও তার আপন ছোট ভাই মাহামুদুল হাসান নিক্সনের মধ্যে অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ মীমাংসা করতে এসে যুবক মিঠুন সাহ খুন হন।
এলাকাবাসী আরও জানান, নিশান ও নিক্সন দুই ভাই অনলাইন জুয়ায় আসক্ত। সম্প্রতি ছোট ভাই নিক্সনের জুয়া খেলার কবলে পড়ে আপন বড় ভাই নিশান নিঃস্ব হয়ে পড়েন। এ নিয়ে দুই ভাই দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে বড় ভাই নিশানের প্রতিকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ছোট ভাইয়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। এই পোস্ট দেওয়া নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়। পরে দুই ভাইয়ের দ্বন্দ্ব মীমাংসা করতে আসেন মিঠুন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুজাহিদুল ইসলাম খোকন বলেন, "হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বুক ও গলায় ছুরিকাঘাত করা হয়েছে।"
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, "পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।"