জাপানের নতুন জোট সরকার গঠনের পথে, প্রথম নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন


জাপানের নতুন জোট সরকার গঠনের পথে, প্রথম নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন

জাপানের রাজনৈতিক মঞ্চে নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ডানপন্থী ছোট দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) একত্রে জোট সরকার গঠন করতে যাচ্ছে। এর ফলে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সানায়ে তাকাইচি, স্থানীয় সংবাদ মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।

কিয়োদো সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এলডিপির নতুন নেত্রী সানায়ে তাকাইচি এবং জেআইপির প্রধান হিরোফুমি ইয়োশিমুরা আগামী সোমবার (২০ অক্টোবর) জোট সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করবেন।

এই মাসের শুরুতে এলডিপির নেতৃত্বের দায়িত্ব নেন তাকাইচি, কিন্তু তার নেতৃত্বাধীন পূর্ববর্তী জোট সরকারের পতনের কারণে তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কিছু সময়ের জন্য বিলম্বিত হয়। এরপর থেকে এলডিপি নতুন একটি রাজনৈতিক জোট গঠনের চেষ্টা শুরু করে, যা তাকাইচির নেতৃত্বে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করেছে। এলডিপি তাকে জোট গঠনের প্রধান দায়িত্ব দিয়েছে।

দেশের প্রভাবশালী দৈনিক ইয়োমিউরি শিমবুন জানিয়েছে, ২০ অক্টোবরের বৈঠকের পরই তাকাইচি ও ইয়োশিমুরা জোট গঠনের আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করবেন। একই দিনে জেআইপি ওসাকায় তার নির্বাহী বোর্ডের বৈঠক করবে এবং পরবর্তীতে পার্লামেন্ট সদস্যদের পূর্ণাঙ্গ অধিবেশনে এলডিপির সঙ্গে চুক্তি চূড়ান্ত অনুমোদন পাবে।

দীর্ঘদিনের জোট সহযোগী দল কোমেইতো ২৬ বছর পর সরকার থেকে সরে আসার পর জাপান রাজনীতিতে অচলাবস্থা সৃষ্টি হয়। কোমেইতো দল না থাকার কারণে এলডিপি নতুন জোট গঠনের পথে এগোচ্ছে। এলডিপি ও জেআইপি যদি আনুষ্ঠানিকভাবে জোট গঠন করতে সক্ষম হয়, তবে সানায়ে তাকাইচি মঙ্গলবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন।

তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে দুই দলের একযোগে এখনও দুইটি আসন ঘাটতি রয়েছে। নির্বাচনী ভোট যদি দ্বিতীয় দফায় গড়ায়, তাহলে তাকাইচিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি পার্লামেন্ট সদস্যের সমর্থন পেতে হবে।

এই রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলছে এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরের মাত্র কয়েক দিন বাকি রয়েছে। ট্রাম্প এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যাবার আগে জাপান সফর করবেন।

সূত্র: আল-জাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×