হাজী সেলিম ও ছেলে সোলায়মান সেলিম রিমান্ডে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৪৩ পিএম, ২০ অক্টোবর ২০২৫

রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঝুট ব্যবসায়ী মনির হত্যাকাণ্ডে সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এদিন পুলিশ তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করে। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক এ আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন, অন্যদিকে হাজী সেলিমের পক্ষে আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ১৪ নভেম্বর তার ছেলে সোলায়মান সেলিমও পুলিশের হাতে আটক হন। এরপর বিভিন্ন মামলায় তাদের পৃথকভাবে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে প্রতিবাদে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরের দিকে আসামিদের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার প্রায় সাত মাস পর, নিহত মনিরের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে নামীয় এবং আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।