আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু


আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধানদের প্রতিনিধি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক, আনসার ও ভিডিপির মহাপরিচালক, এনটিএমসি, এনএসআই এবং ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১৮ জন প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

ভোট প্রস্তুতির এই পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এটিই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সভায় নির্বাচন কমিশনের চার কমিশনার, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত আছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×