গাজায় ফের সামরিক অভিযান শুরু করার দাবি ইসরায়েলি মন্ত্রীদের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৩০ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

গাজায় কিছুদিনের শান্তি ভেঙে ফের উত্তেজনার আভাস মিলছে। একাধিক ইসরায়েলি মন্ত্রী নতুন করে হামলা চালানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করছেন।
রবিবার, ১৯ অক্টোবর, আল জাজিরার খবরে জানানো হয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেছেন, তিনি চান ইসরায়েলি সেনাবাহিনী ‘গাজা উপত্যকায় সর্বোচ্চ শক্তি নিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধ আবার শুরু করুক।’
এই আহ্বান আসে এমন এক সময়, যখন ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায় যে, সকালে গাজা জুড়ে বেশ কয়েকটি বিমান হামলার ঘটনা ঘটেছে।
অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক্সে মাত্র একটি শব্দ লিখে তার অবস্থান স্পষ্ট করেন - "যুদ্ধ!"
প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি মন্তব্য করেন, "যতদিন হামাস থাকবে, যুদ্ধ থাকবেই।"
অন্যদিকে, নেতানিয়াহু সরকারের মন্ত্রী আভি ডিচটার পরিস্থিতিকে ‘কঠিন ও জটিল’ বলে আখ্যা দেন। তিনি হামাসকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জন্য দায়ী করে বলেন, "সমস্ত জীবিত জিম্মিরা আমাদের হাতে, পরিস্থিতি বদলে গেছে। ইসরায়েল হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে হাল ছাড়বে না।"
মাত্র কয়েকদিন আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। দীর্ঘদিনের সংঘাত ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে এ চুক্তি সাময়িক স্বস্তি এনেছিল অনেকের কাছে। কিন্তু চুক্তির রেশ কাটতে না কাটতেই শীর্ষ ইসরায়েলি নেতাদের এই ধরনের বক্তব্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।