জুলাই সনদে সইয়ের পর আরও অধ্যায়ের শুরু হবে: প্রধান উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৫৩ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর মানেই শেষ নয়। এটি একটি বড় অধ্যায়ের সমাপ্তি, কিন্তু এর মাধ্যমে আরও বহু অধ্যায়ের সূত্রপাত হবে। তাই আমরা নিশ্চিত করবো, এটি কোথাও হারিয়ে না যায় এবং পাঠ্যবইসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন, সেগুলো হারাবে না। যতদিন পারি, চেষ্টা করবো এগুলো প্রত্যেকের কাছে পৌঁছাতে। কারণ একমত হওয়া এক বিষয়, এটিকে জনগণের কাছে সঞ্চার করা আরেকটি বিষয়। সরকার হিসেবে আমাদের দায়িত্ব এই প্রচারণা শুরু করা। বিষয়গুলো এমনভাবে প্রচার করতে হবে, যাতে সবাই বোঝে কেন আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। আপনারা যে বিতর্কগুলো করেছেন, তা অমূল্য সম্পদ। এগুলোকে ভিডিও, বই ও সামাজিক মাধ্যমে প্রচার করা হবে, যাতে সবার কাছে স্পষ্টভাবে পৌঁছায়।”
তিনি আরও বলেন, “যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন, তা কেবল বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্ব রাজনীতির ইতিহাসেও উল্লেখযোগ্য হয়ে থাকবে। কঠিন বিষয় নিয়ে আলোচনা করে সমাধানে পৌঁছানো, এটি সত্যিই প্রশংসনীয়। জুলাই সনদ রচনা হওয়ার কারণেই আজ আমরা এখানে উপস্থিত।”
ড. ইউনূস বলেন, “আজ আমরা এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি যা অবিশ্বাস্য। নাগরিক হিসেবে এই অর্জনে গর্ববোধ হয়। এই কার্যক্রম যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এটি সঠিকভাবে রচিত হলো, তাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি অংশগ্রহণ করবে। সই করা কলমগুলো জাদুঘরে সংরক্ষিত হবে, যেন কেউ ভুলতে না পারে।”
তিনি শেষ করেন, “মাসের পর মাস বৈঠক চলেছিল, হয়তো মনে হয়েছিল এটি অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু তা হয়নি। নিয়ম-কানুন অনুযায়ী সনদে সই করার ব্যবস্থা করা হয়েছে। এটি জাতির জন্য একটি বড় সম্পদ হয়ে রয়ে গেছে। আপনাদের পরিশ্রমের জন্য আমি অভিনন্দন জানাই। জাতি শ্রদ্ধার সঙ্গে এটি স্মরণ করবে।”