একমাত্র এরদোগানই পারেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে: ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:০৬ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাত বন্ধে একমাত্র কার্যকর ভূমিকা রাখতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান; এমনটাই বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার, ১৪ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। সেখানে ট্রাম্প বলেন, এরদোগানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ এবং আন্তরিক।
ট্রাম্পের ভাষায়, “রাশিয়া ও ইউক্রেন; উভয় দেশই এরদোগানকে সম্মান করে। আমার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। ন্যাটোর সঙ্গে এরদোগানের কোনো সমস্যা হলে আমি-ই তা মেটাই। আমার ধারণা, তিনিই এই সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হবেন।”
এই মন্তব্যের একদিন আগেই, সোমবার, মিশরের পর্যটন শহর শার্ম আল-শেখে একটি যুদ্ধবিরতি আলোচনার আয়োজন করা হয়, যেখানে ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং প্রেসিডেন্ট এরদোগানসহ বিশজনেরও বেশি বিশ্বনেতা উপস্থিত ছিলেন। সেখানে কিয়েভ ও মস্কোর প্রতি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হয়।
আলোচনায় অংশ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট জানান, “শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাসহ যেকোনো প্রচেষ্টায় অংশ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে।”
উল্লেখযোগ্য যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে তুরস্ক। আন্তর্জাতিক অঙ্গনে সংঘাত নিরসনে একটি নিরপেক্ষ ও কার্যকর কণ্ঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় দেশটি।