ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের বক্তব্যের সময় ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ স্লোগান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:০৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইসরায়েল সফরে যখন তিনি পার্লামেন্টে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম হয়। মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতার সময় সরব প্রতিবাদ জানিয়ে এক ইসরায়েলি আইনপ্রণেতা চিৎকার করে ওঠেন, "ফিলিস্তিনকে স্বীকৃতি দিন"।
সোমবার, ১৩ অক্টোবর, এই ঘটনার সময় গাজা নিয়ে শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলছিলেন ট্রাম্প। তিনি রাষ্ট্রদূত স্টিভ উইটকফের প্রশংসা করছিলেন, তখনই হাদাশ পার্টির নেতা আয়মান ওদেহ এবং তার দলের আরেক সদস্য সংসদে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন। একইসঙ্গে ট্রাম্পকে ‘সন্ত্রাসী’ বলেও অভিহিত করেন ওদেহ।
পাল্টা প্রতিক্রিয়ায় সংসদের নিরাপত্তা কর্মকর্তারা আয়মান ওদেহ ও তার সঙ্গী সদস্যকে নেসেট থেকে বের করে দেন। এ সময় ট্রাম্প মন্তব্য করেন, “তারা খুবই দক্ষ।” তার এই বক্তব্যে পার্লামেন্ট সদস্যদের অনেকেই হেসে ওঠেন।
এই প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নেসেট স্পিকার আমির ওহানা ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “এর জন্য দুঃখিত, মিস্টার প্রেসিডেন্ট।”
ঘটনার পর সংসদ থেকে বের করে দেওয়ার বিষয়ে আয়মান ওদেহ বলেন, “আমি এমন একটি দাবি তুলেছি, যা সবচেয়ে মৌলিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনপুষ্ট - ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া।”
এর আগে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন ওদেহ। তিনি বলেন, “নেসেটে ভণ্ডামির মাত্রা অসহনীয়।”
তিনি আরও যোগ করেন, “নজিরবিহীন তোষামোদ দিয়ে নেতানিয়াহুকে যতই উচ্চাসনে বসানো হোক না কেন, তা গাজায় তার সরকারের মানবতাবিরোধী অপরাধ কিংবা লাখ লাখ ফিলিস্তিনি ও হাজার হাজার ইসরায়েলির রক্তপাতের দায় থেকে রেহাই দেবে না।”