স্থানীয় পর্যায়ে ৩০.৪% ভোটার জামায়াতের, ২১% বিএনপির ও ২৩.৭% এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট: জরিপ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৪৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জামায়াতে ইসলামীর প্রতি ভোটারদের সন্তুষ্টি অন্য দলগুলোর তুলনায় বেশি বলে উঠে এসেছে একটি সাম্প্রতিক জরিপে। এতে দেখা গেছে, জামায়াতের কার্যক্রমে সন্তুষ্টির হার ৩০.৪ শতাংশ, যেখানে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতি সন্তুষ্টির হার যথাক্রমে ২১ শতাংশ ও ২৩.৭ শতাংশ।
‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক এই জরিপ পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং। এতে সহযোগিতা করেছে গবেষণা সংগঠন ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম। জরিপটি চালানো হয় চলতি বছরের ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে। দেশের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করে মোট ১০ হাজার ৪১৩ জন ভোটার, যাদের মধ্যে ৫ হাজার ৬৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৭১৯ জন নারী।
জরিপের বিশ্লেষণে দেখা যায়, জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে পুরোপুরি সন্তুষ্ট এমন ভোটারের হার ১৩.৭ শতাংশ, আর অনেকটা সন্তুষ্ট ১৬.৭ শতাংশ। এনসিপির ক্ষেত্রে পুরোপুরি সন্তুষ্ট ৯.১ শতাংশ এবং অনেকটা সন্তুষ্ট ১৩.৮ শতাংশ। বিএনপির রাজনৈতিক কার্যক্রমে পুরোপুরি সন্তুষ্ট ৮.২ শতাংশ এবং অনেকটা সন্তুষ্ট ১২.৮ শতাংশ।
সাধারণ সন্তুষ্টির মাত্রাও জরিপে তুলে ধরা হয়। জামায়াতের প্রতি মোটামুটি সন্তুষ্ট ১৭ শতাংশ ভোটার, বিএনপির ক্ষেত্রে এ হার ১৮.৪ শতাংশ এবং এনসিপির ক্ষেত্রে ১৭.৪ শতাংশ।
অন্যদিকে, এই তিন দলের কর্মকাণ্ডে একেবারেই সন্তুষ্ট নন এমন ভোটারদের হার জামায়াতের ক্ষেত্রে ১৯.৭ শতাংশ, বিএনপির ক্ষেত্রে ২৭ শতাংশ এবং এনসিপির ক্ষেত্রে ১৭ শতাংশ বলে জরিপে উল্লেখ করা হয়।