মিশরে ‘গাজা শান্তি সম্মেলনে’ যাচ্ছেন না নেতানিয়াহু


মিশরে ‘গাজা শান্তি সম্মেলনে’ যাচ্ছেন না নেতানিয়াহু

মিসরের শারম আল-শেখে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলনে’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যাচ্ছেন না। সোমবার, ১৩ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তার দপ্তর।

সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন নেতানিয়াহু এবং এজন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে শেষ মুহূর্তে সময়ের ঘনঘটার কারণে তার পক্ষে উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত অফিসিয়াল বিবৃতিতে।

এর আগে সকালে হোয়াইট হাউস এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির দপ্তর থেকে জানানো হয়েছিল, নেতানিয়াহু এই শান্তি সম্মেলনে অংশ নেবেন। তবে তার সিদ্ধান্তে পরিবর্তন আসায় সম্মেলনের কূটনৈতিক ভারসাম্যে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শারম আল-শেখে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য গাজা অঞ্চলের চলমান সংকটের সমাধানে আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করা। এতে মধ্যপ্রাচ্যের বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোর অংশগ্রহণ প্রত্যাশিত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×