গাজাবাসীর জন্য প্রায় ৩২৪ কোটি টাকা মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:৫৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

মধ্যপ্রাচ্যের অস্থির গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবিলায় বড় ধরনের সহায়তার ঘোষণা দিল যুক্তরাজ্য। প্রায় ৩২৪ কোটি টাকা বা দুই কোটি পাউন্ড আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা খরচ হবে সুপেয় পানি, স্বাস্থ্যসেবা এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, এই তহবিল চলতি বছরে ফিলিস্তিনি জনগণের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতিশ্রুত ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বিস্তৃত মানবিক সহায়তার অংশ।
এ সহায়তা ঘোষণাকে ঘিরে সোমবার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন বসছে মিসরের জনপ্রিয় পর্যটন শহর শারম আল শেখে। ফিলিস্তিন সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আলোচনার জন্য সেখানে জড়ো হচ্ছেন বিশ্বের শীর্ষ নেতারা। সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে মিসরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ধারণা করা হচ্ছে, তিনি সেখান থেকেই গাজাবাসীর জন্য এই নতুন সহায়তা প্যাকেজের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
সম্ভাব্য বক্তব্যে স্টারমার বলবেন, *‘শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ের আলোচনায় সমর্থন করবে। উভয় পক্ষের মানুষ যাতে নিরাপদে তাঁদের জীবন পুনর্নির্মাণ করতে পারে।’*
শারম আল শেখের সম্মেলনে সভাপতিত্ব করবেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বিশ্বের ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
গাজা উপত্যকায় চলমান সংঘাতের কারণে স্থানীয় মানুষের জীবন এখন চরম দুর্দশাগ্রস্ত। এ প্রেক্ষাপটে যুক্তরাজ্যের এই নতুন সহায়তা সেখানে মানবিক পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আশা করা হচ্ছে।