গাজায় ইসরায়েলি বাহিনীর কাজ এখনও শেষ হয়নি: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী


গাজায় ইসরায়েলি বাহিনীর কাজ এখনও শেষ হয়নি: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, গাজায় অবশিষ্ট কাজগুলোর মধ্যে প্রধানটি হলো হামাসের তৈরি ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা।

কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন, “আইডিএফের জিম্মিদের মুক্তিপর্ব শেষ হওয়ার পর গাজার সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করবে আইডিএফ। যুক্তরাষ্ট্রের নির্দেশনায় যে নতুন বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করবে গাজায়, সেই সরকারের অধীনেই এই কাজ শুরু হবে। এটি হবে গাজাকে অসমারিকীকরণ এবং হামাসকে অস্ত্রমুক্ত করার প্রাথমিক ধাপ”।

তিনি বলেন, জিম্মিদের মুক্তি এবং নতুন বেসামরিক সরকারের প্রতিষ্ঠা শেষ হলে আইডিএফ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের কাজ শুরু করবে—এটি গাজায় স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার একটি ধাপ হিসেবে আখ্যায়িত করেছেন।

পটভূমি হিসেবে বলা হয়েছে, ২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে হামাস গাজার শাসনভার গ্রহণ করে। তার পর থেকেই গাজা জুড়ে হামাস এমন একটি বিস্তৃত ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করেছে, যা তাদের জন্য অভেদ্য দুর্গ্য ও লজিস্টিক নিকাশ হিসেবে কাজ করেছে—অস্ত্র, গোলাবারুদ, রসদ এবং আশ্রয় হিসেবে। ৭ অক্টোবরের হামলার পর যে ২৫১ জন জিম্মিকে ধরা হয়েছিল, তাদের ওই সুড়ঙ্গ নেটওয়ার্কেই রাখা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ আছে।

গাজায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের সঠিক সংখ্যা, প্রবেশ ও নির্গমন পথের তথ্য গোপন রাখা হয়েছে; এসব তথ্য কেবল শীর্ষ পর্যায়ের সামান্য কয়েকজন নেতার অধীনেই সীমাবদ্ধ বলে জানায় সূত্র।

সূত্র: আনাদোলু এজেন্সি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×