সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ


সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদের একটি মন্তব্য। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে উদ্দেশ করে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে ফেসবুকে দেওয়া তার একটি পোস্ট রোববার (১২ অক্টোবর) দুপুরের পরপরই ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফেসবুক পোস্টে সারজিসের মানসিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রিন্স মাহমুদ। তিনি লেখেন, "স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি মানসিক চাপ উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমত রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।"

তাঁর এই মন্তব্যে অনেকে একমত প্রকাশ করলেও, একটি বড় অংশ এটিকে ব্যক্তিগত আক্রমণ বলে কটাক্ষ করছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়েছে রাজনীতি ও বিনোদনের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের মধ্যেও।

ধারণা করা হচ্ছে, পঞ্চগড়ের একটি সাম্প্রতিক রাজনৈতিক অনুষ্ঠানে সারজিস আলমের দেওয়া একটি উসকানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায়ই প্রিন্স মাহমুদ এমন পরোক্ষ মন্তব্য করেছেন। ওই অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সারজিস বলেন, "এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।"

সারজিসের এই বক্তব্য সামনে আসার পরই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে বক্তব্যটিকে সহিংস এবং দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে প্রিন্স মাহমুদের পোস্ট যেন আরও আগুনে ঘি ঢালে। একজন সুরকার হয়ে এমন স্পষ্ট ও পরোক্ষভাবে রাজনৈতিক বক্তব্য দেওয়া বিরল হলেও, এই বক্তব্যের ভাষা, ব্যঙ্গ এবং উপদেশের ভঙ্গিমা অনেককেই চমকে দিয়েছে।

বর্তমানে সারজিস আলম বা এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দুই অঙ্গনের এই মুখোমুখি অবস্থান নজর কেড়েছে নেটিজেনদের, যা আগামী দিনে আরও বিতর্কের জন্ম দিতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×