নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলার হুমকি দিলেন সারজিস
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৫৪ পিএম, ১২ অক্টোবর ২০২৫

পঞ্চগড়ের শেরে বাংলা পার্কে অনুষ্ঠিত এক পথসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত লংমার্চের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তিনি উত্তপ্ত প্রতিক্রিয়া জানান।
শনিবার রাতে জেলার শহরের জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে এই সমাপনী সভা চলাকালীন হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকো কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সারজিস। ওই মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বলতে শোনা যায়, ‘একবার নয়, দুইবার নয়, এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিল। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হয়তো দুইদিন কিছু বলতাম না। কিন্তু আজ নিয়ে তিনদিনই এটা হইছে।’
তিনি আরও বলেন, ‘যারা এই কাজ করেছে, তারা হচ্ছে রাজনৈতিক বেশ্যা, রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেব। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব। এরপর দেখব পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে।’
নেসকোর ভূমিকাকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন সারজিস আলম। তার ভাষায়, ‘আমরা মনে করি, আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এজন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, এরপর থেকে যদি কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এখানে থাকবে না। এটা আমার নিজের কমিটমেন্ট।’
এর আগে, শনিবার দুপুর থেকে শুরু হওয়া এই লংমার্চে দেড় থেকে দুই হাজার মোটরসাইকেল নিয়ে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে তারা জেলার পাঁচটি উপজেলা ঘুরে বিভিন্ন জায়গায় পথসভা করেন। সমাপনী সভা উপলক্ষে জেলা শহরের বিভিন্ন স্থানে প্রায় ৩০টি মাইক বসানো হয়।
সমাপনী অনুষ্ঠানে সারজিস আলম বক্তব্য শুরু করার কয়েক মিনিটের মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকা। যদিও কিছু সময়ের মধ্যেই পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন হয়, তবে ওই মুহূর্তে প্রকাশ্য মঞ্চ থেকে তার কড়া প্রতিক্রিয়া বিতর্কের জন্ম দেয়।