আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:৪৬ পিএম, ১২ অক্টোবর ২০২৫

দুই দেশের সীমান্তে রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। শনিবার রাত (১১ অক্টোবর) শুরু হওয়া এই সংঘাতে আফগান সেনারা পাকিস্তানি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়, যা কাবুলে একটি হামলার পাল্টা জবাব বলে দাবি করেছে তারা।
সংঘর্ষের পর রোববার সকালে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিস্ফোরক দাবি করে জানান, “আমরা পাকিস্তানের ৫৮ সেনাকে হত্যা করেছি এবং ২৫টি সীমান্ত পোস্ট দখলে নিয়েছি।”
এই ঘটনার পর ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে আফগানিস্তানের সঙ্গে তোরখাম এবং চামান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। পাকিস্তানি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চরম উত্তেজনার প্রেক্ষাপটে রোববার সকালেই বন্ধ করে দেওয়া হয় এসব প্রধান পথ। একই সঙ্গে খারালচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খান সীমান্তপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আফগানিস্তানের এই ‘আগ্রাসন’ অযৌক্তিক এবং পাকিস্তান এর উপযুক্ত জবাব দিয়েছে। তারা জানিয়েছে, বিনা উসকানিতে চালানো এই হামলার পাল্টা প্রতিক্রিয়ায় আফগান ভূখণ্ডে ভারী গোলাবর্ষণ করা হয়েছে।
এদিকে, কাবুলের পক্ষ থেকে সীমান্ত বন্ধের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মধ্যরাতে তাদের সামরিক অভিযান শেষ হয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত বরাবর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ ঘেঁষে অবস্থান করছে আফগানিস্তান। ইসলামাবাদের অভিযোগ, ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগান সরকার। যদিও কাবুল সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
ঘটনার পেছনে সাম্প্রতিক এক বিমান হামলাকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে যায়। গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে টার্গেট করা হয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর শীর্ষ নেতাকে। তবে ওই হামলায় তিনি নিহত হয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানে ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং ধারণা করা হয়, আফগান তালেবানদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সূত্র: রয়টার্স, ইন্ডিপেনডেন্ট