বিয়ে করেছেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে?


বিয়ে করেছেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে?

বিএনপির রাজনীতিতে আলোচিত মুখ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিয়ের পথে এগোলেন। তিনি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

শনিবার, ১১ অক্টোবর বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তার ভাষ্যে, “প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার, ১০ অক্টোবর রাতে পারিবারিক আয়োজনে বাগদানের আংটি পড়িয়েছেন।”

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, যাকে আংটি পরানো হয়েছে তিনি ব্যারিস্টার নুসরাত খান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের জ্যেষ্ঠ কন্যা।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন ইশরাক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×