মেয়ের খাবার পৌঁছে ফেরার পথে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৪৯ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

ময়মনসিংহের তারাকান্দায় পুরনো শত্রুতার জেরে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতের এ ঘটনাটি ঘটে বানিহালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিনের (৬০) উপর। তিনি মাদ্রাসায় পড়ুয়া মেয়ের জন্য খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন, তখনই সন্ত্রাসীদের হামলার শিকার হন।
ঘটনার পর জামাল উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শফিকুল।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জামাল উদ্দিনের সঙ্গে এলাকার কয়েকজন প্রতিবেশীর বিরোধ চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন জানান, "পুকুরে বিষ ঢেলে মাছ মারার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছিল। এই বিরোধ থেকেই জামাল উদ্দিনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি।"
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কছিম উদ্দিন (৫৫) ও আনোয়ার হোসেন (৪৫) নামে দুইজনকে আটক করেছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।