একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সুস্থ আছে সবাই
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৩৫ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

অসাধারণ এক ঘটনার সাক্ষী হলো পটুয়াখালীর বাউফল উপজেলা। মাত্র ২৩ বছর বয়সী এক গৃহবধূ, লামিয়া আক্তার, একসঙ্গে জন্ম দিলেন পাঁচটি সন্তান; তিন ছেলে ও দুই মেয়ে। নবজাতকরা সবাই সুস্থ রয়েছে, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার।
গতকাল সোমবার, ৬ অক্টোবর দুপুর ২টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে এই পাঁচ নবজাতকের জন্ম হয়। এটি ছিল লামিয়ার প্রথম সন্তান জন্মদানের অভিজ্ঞতা।
লামিয়া বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, পাঁচ বছর আগে লামিয়ার সঙ্গে ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের ফারুক হাওলাদারের মেয়ের বিয়ে হয় সোহেলের।
সোমবার সকালে প্রসব ব্যথা শুরু হলে লামিয়াকে দ্রুত বরিশাল ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি করার কিছু সময়ের মধ্যেই, দুপুরের দিকে, তিনি একে একে পাঁচটি সন্তানের জন্ম দেন; সবই নরমাল ডেলিভারির মাধ্যমে।
সন্তানদের পিতা সোহেল হাওলাদার বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমার পাঁচটি সন্তানই সুস্থ আছে। সবাই ভালো আছে। আমি আমার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চাই।”