জামায়াত ৭১ সালে বিতর্কিত ভূমিকা পালন করলে তার জবাব তারাই দিবেন


জামায়াত ৭১ সালে বিতর্কিত ভূমিকা পালন করলে তার জবাব তারাই দিবেন

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে জানালেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কোনো রাজনৈতিক দল যদি বিতর্কিত ভূমিকা নিয়ে থাকে, তার দায়ভার বিএনপির নয়।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আমার কাজের জবাব দিতে পারি, অন্যের জবাব আমি কীভাবে দেব?”

সাক্ষাৎকারে তারেক রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, আওয়ামী লীগ সরকারের ভূমিকা এবং মানবাধিকার ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশে স্বীকৃত যে নিয়ম ও আইন রয়েছে, তার মধ্যে থেকে যদি কেউ রাজনীতি করে, সেটা করার অধিকার অবশ্যই সবার আছে। বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই, বিষয়টিকে আমরা এভাবেই দেখি।”

তিনি আরও বলেন, “আমরা চাই সবাই রাজনীতি করুক। দেশের আইন ও নিয়ম মেনে যে কেউ রাজনীতি করলে, সেটিতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি।”

সাক্ষাৎকারে ১৯৭১ সালে জামায়াতের ভূমিকাকে সামনে এনে বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে, তারেক রহমান বলেন, “বিগত ১৭ বছরে গুম-খুন যারা করেছে, তার জবাবদিহি যেমন তাদের করতে হবে, তেমনি ’৭১ সালে কেউ যদি বিতর্কিত ভূমিকা নিয়ে থাকে, তার জবাবও তাদেরই দিতে হবে। সেটা তো আমি দিতে পারবো না।”

বর্তমান সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি, যে সরকার এখন দেশের জনগণের ওপর জুলুম করছে, গুম-খুন চালাচ্ছে, লুটপাট করছে, সেই শাসনের অবসানই এখন প্রধান লক্ষ্য।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×