ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা


ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে আঘাত হেনেছে ৬.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। স্থানীয় সময় রাত ১০টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয় বলে সিএনএনের খবরে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে, পালম্পনের পশ্চিম উপকূলে পানির নিচে।

বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে আশঙ্কা করছেন, এই কম্পন স্থানীয়ভাবে সুনামি সৃষ্টি করতে পারে। পাশাপাশি, জরিপ মডেলের তথ্য অনুযায়ী, দুর্বল অবকাঠামো ও অপ্রতুল নকশায় নির্মিত ভবনগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।

এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে জরুরি সেবাদল পাঠিয়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায় নিয়মিতই ভূমিকম্প হয়ে থাকে। তবে সেগুলোর বেশিরভাগই এত শক্তিশালী হয় না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×