‘শাটডাউনের’ সম্ভাবনা মার্কিন প্রশাসনের, সিনেটে শেষ মুহূর্তে তীব্র দ্বন্দ্ব


‘শাটডাউনের’ সম্ভাবনা মার্কিন প্রশাসনের, সিনেটে শেষ মুহূর্তে তীব্র দ্বন্দ্ব

মার্কিন কংগ্রেসে সরকারি অচলাবস্থার (শাটডাউন) সম্ভাব্য সময়সীমা শেষ হতে ২৪ ঘণ্টারও কম বাকি থাকলেও কোনো সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে না। মূল বিবাদ হলো বিলিয়ন ডলারের ‘ওবামা কেয়ার’ ভর্তুকি, যা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র সংঘাত চলছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ কংগ্রেসনাল নেতাদের বৈঠকেও কোনো অগ্রগতি হয়নি। সিনেট রিপাবলিকানরা মধ্যরাতের আগে তাদের তহবিল পরিকল্পনা আবারও ভোটে তোলার প্রস্তুতি নিচ্ছে, যদিও ডেমোক্র্যাটরা ইতিমধ্যেই তা প্রত্যাখ্যান করেছে।

সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন ডেমোক্র্যাট নেতা চাক শুমারের ওপর চাপ সৃষ্টি করতে চান। তবে শুমার মন্তব্য করেছেন, “ফলাফল প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে।” অন্যদিকে, রিপাবলিকানরা অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা তহবিলকে জিম্মি করে ‘ওবামা কেয়ার’ ভর্তুকি বাড়ানোর চেষ্টা করছে।

সিনেটর জোশ হাওলি বলেছেন, “সরকার বন্ধের সঙ্গে স্বাস্থ্যসেবা ভর্তুকির কোনো সম্পর্ক নেই।” সিনেটর এরিক স্মিট মন্তব্য করেন, “শুমার ট্রাম্পের সঙ্গে কাজ করছে বলে এটা তিনি চান না।”

ডেমোক্র্যাটরা যুক্তি দিচ্ছেন, ট্রাম্প প্রশাসনকে আইন অনুযায়ী প্রতিশ্রুতি দিতে হবে যাতে স্বাস্থ্যসেবা ব্যয় সুরক্ষিত থাকে। বিপরীতে, রিপাবলিকানরা চাচ্ছেন—ডেমোক্র্যাটরা নতি স্বীকার না করা পর্যন্ত স্টপগ্যাপ তহবিল বিলের ভোট চালিয়ে যাওয়া হোক।

বিশ্লেষকরা বলছেন, শাটডাউন ঘটলে সরকারি কর্মীদের বেতন ব্যাহত হবে এবং বিভিন্ন পরিষেবা স্থগিত হবে, যা ডেমোক্র্যাটদের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে পারে। তবে উভয়পক্ষই জনমতের ঝুঁকি বিবেচনা করে শেষ মুহূর্ত পর্যন্ত অবস্থান বজায় রাখছে।

সূত্র: সিএনএন

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×