পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ১০
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। হামলাকারীরা দেশটির আধা-সামরিক বাহিনীর সদরদপ্তরে প্রবেশ করে গোলাগুলি চালানোর পর বিস্ফোরণ ঘটিয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি টেলিভিশনে বলেছেন, হামলাকারীরা পিকআপ ভ্যান চালিয়ে সদরদপ্তরে ঢুকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। আত্মরক্ষা চালানোর সময় চার হামলাকারী নিহত হয়েছেন। পরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।
স্বাস্থ্যমন্ত্রী বখত কাকার রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সেনাসদস্য রয়েছেন। তবে নিহত সৈন্যের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। আহতদের মধ্যে অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোয়েটা আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই খনিজসম্পদে সমৃদ্ধ অঞ্চলে অবস্থিত গোয়াদর বন্দর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় ৬৫ বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের অংশ হিসেবে নির্মাণাধীন।
সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে ইসলামপন্থী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলার ঘটনা বেড়েছে। তবে মঙ্গলবারের হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
ভৌগোলিক দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান জনসংখ্যার দিক থেকে দেশটির সবচেয়ে ক্ষুদ্র ও স্বল্পোন্নত অঞ্চল। প্রায় ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট এ অঞ্চলে জনসংখ্যা মাত্র দেড় কোটি।
১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে বেলুচিস্তানে স্বাধীনতার দাবিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলেছে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সেনা এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদ বলে অভিহিত করে। কেন্দ্রীয় সরকার এবং চীনের যৌথ উদ্যোগে বেলুচিস্তানের খনিজ সম্পদ উত্তোলন করা হলেও স্থানীয়রা কোনো উন্নয়ন লক্ষ্য করছেন না।
এছাড়া ইসলামাবাদ অভিযোগ করেছে, ভারতের উসকানিতে বেলুচিস্তানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সহিংসতায় জড়াচ্ছে। তবে নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স।