সিরিয়ায় বোমা হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত


সিরিয়ায় বোমা হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর বোমা হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, শনিবার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) নিয়ন্ত্রণাধীন এলাকায় এই হামলা ঘটে।

আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন তেল ও গ্যাস ক্ষেত্রসহ উত্তর ও উত্তর-পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। সেখানে এসডিএফ তাদের সেনাবাহিনী হিসেবে কাজ করছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশের দেইর হাফের এলাকার উম্মে টিনা গ্রামে ‘সিরিয়ান সেনাবাহিনীর সদস্যদের’ বোমা হামলায় পাঁচ নারী ও দুই শিশু নিহত হয়েছে।

গত বছরের শেষ দিকে প্রাক্তন আইএস সংশ্লিষ্ট যোদ্ধারা সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করে। এরপর চলতি বছরের মার্চে নতুন কর্তৃপক্ষ ও এসডিএফ কুর্দি প্রশাসনের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করার জন্য একটি চুক্তিতে সম্মত হয়।

তবে কিছু বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। দেইর হাফের এলাকায় সরকারি বাহিনী ও এসডিএফ-এর মধ্যে মাঝে মাঝে সংঘর্ষ হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×