সিরিয়াকে অপরিশোধিত তেল দিচ্ছে সৌদি আরব


সিরিয়াকে অপরিশোধিত তেল দিচ্ছে সৌদি আরব

সিরিয়ার জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশটির অর্থনৈতিক কাঠামোকে পুনরুজ্জীবিত করতে বড় পরিসরে সাহায্য নিয়ে এগিয়ে এল সৌদি আরব। রিয়াদ সরকার ঘোষণা দিয়েছে, তারা দামেস্ককে ১.৬৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রত্যক্ষ নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।

এ লক্ষ্যে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি)-এর প্রধান নির্বাহী সুলতান আল-মারশাদ এবং সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, এই তেল সহায়তা সিরিয়ার তেল পরিশোধনাগারগুলোর কার্যকারিতা বাড়াতে ভূমিকা রাখবে। একইসঙ্গে, দেশটির আর্থিক সক্ষমতা জোরদার করতে এবং অর্থনৈতিক পুনর্গঠনকে গতিশীল করতে সহায়তা করবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো, গুরুত্বপূর্ণ খাতগুলোতে অগ্রগতি নিশ্চিত করা, চলমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটানো এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাসার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় আহমেদ আল শারার নেতৃত্বাধীন ইসলামিক রাজনৈতিক জোট। পরবর্তীতে আহমেদ আল শারাই দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আসাদের শাসনামলে আরব বিশ্ব থেকে সিরিয়া অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরব নেতারা তার সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। একই সময় পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে নতুন সরকার গঠনের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে এগোচ্ছে। একই সঙ্গে আরব দেশগুলো পুনরায় সিরিয়ার পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে অর্থনৈতিক পুনর্গঠনে সরাসরি সহায়তা প্রদানের মাধ্যমে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×