এবার অস্ট্রেলিয়া দিচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি


এবার অস্ট্রেলিয়া দিচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি

বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবির ঢেউ আরও প্রবল হচ্ছে। এবার সেই তালিকায় যোগ দিতে পারে অস্ট্রেলিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিতে পারে দেশটি।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ইঙ্গিত দেন, তার সরকার এ বিষয়ে সক্রিয় বিবেচনায় আছে। আলজাজিরাকে তিনি বলেন, "এটি একটি সার্বভৌম সিদ্ধান্ত। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের কোনো প্রয়োজন নেই।"

আলবানিজ স্পষ্ট করে জানান, অস্ট্রেলিয়া তার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেবে। সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানালে অস্ট্রেলিয়ার ওপরও চাপ বাড়ে।

তবে সম্ভাব্য স্বীকৃতির সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ শর্তও রাখার কথা বলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে রয়েছে—ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, গাজা থেকে হামাসের প্রভাব সরানো, এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের কাঠামোগত সংস্কার।

সরকারি সূত্র অনুযায়ী, এ নিয়ে আলবানিজ ইতোমধ্যেই আলোচনায় বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে।

বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে কেবল চীন ও রাশিয়া এ পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। সেপ্টেম্বর মাসে যদি ফ্রান্স ও যুক্তরাজ্য তাদের ঘোষণায় অটল থাকে, তবে একমাত্র যুক্তরাষ্ট্রই থাকবে ব্যতিক্রম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×