সৌদির ত্রাণ পৌঁছাল গাজায়
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:০৪ পিএম, ৩০ জুলাই ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক সংকটে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াল সৌদি আরব। বুধবার, ৩০ জুলাই রাফা সীমান্ত পেরিয়ে দেশটির পাঠানো সাতটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে গাজায়।
সৌদি গ্যাজেটের খবরে জানানো হয়েছে, বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের উদ্যোগে এ সহায়তা পাঠানো হয়। সাতটি ট্রাকেই রয়েছে খাদ্যসামগ্রী।
সৌদি গ্যাজেট আরও জানায়, গাজায় চলমান যুদ্ধের মধ্যে দেশটি এ পর্যন্ত ৫৮টি বিমান ও ৮টি জাহাজে করে সহায়তা পাঠিয়েছে। এতে করে গাজায় পৌঁছেছে মোট ৭ হাজার ১৮৮ টন খাদ্যদ্রব্য, চিকিৎসা সরঞ্জাম এবং আশ্রয়সামগ্রী। পাশাপাশি পাঠানো হয়েছে ২০টি অ্যাম্বুলেন্স, যেগুলো হস্তান্তর করা হয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে।
ইসরায়েলের টানা বিমান ও স্থল অভিযানে গাজায় তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট। খাবারের অভাবে সেখানে অধিকাংশ মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল গত সপ্তাহ থেকে কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
বর্তমানে কিছু নির্দিষ্ট সময়ের জন্য ইসরায়েল গাজার কিছু এলাকায় হামলা সাময়িকভাবে বন্ধ রাখছে, যাতে সাধারণ মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছানো সম্ভব হয়।
ত্রাণ পাঠানোর জন্য সৌদি আরব কেবল ট্রাকের উপর নির্ভর করেনি। জর্ডানের সহায়তায় গাজায় বিমান থেকেও খাদ্য ফেলা হয়েছে বাদশাহ সালমান মানবিক সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরু হয় গাজায়, যা এখনো অব্যাহত রয়েছে। এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ, আহত হয়েছেন দেড় লাখেরও বেশি।
সূত্র: সৌদি গ্যাজেট