বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার


বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার

দীর্ঘদিনের টানাপোড়েনের পর নতুন করে ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলেছে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের ক্ষেত্রে। নিউইয়র্কে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

জাতিসংঘ আয়োজিত দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে সোমবার (২৮ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক খাতে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ২০২৪ সালের অক্টোবরের পর এটি ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চতুর্থ উচ্চ পর্যায়ের বৈঠক। ধারাবাহিক এই সংলাপ দুই দেশের সম্পর্কের নতুন মাত্রায় উত্তরণ ঘটানোর ইঙ্গিত দিচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা করেন এবং সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন।

দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফর এবং পারস্পরিক বিনিময় কার্যক্রম বাড়াতে সম্মত হন।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঢাকা সফরে এসে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে পারস্পরিক আস্থার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এক্সপ্রেস ট্রিবিউন আরও জানায়, গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রশাসনের অধীনে উভয় দেশের মধ্যে এক বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে উঠছে।

অপরদিকে, ওই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী উভয় দেশ গাজায় চলমান মানবিক সংকট এবং ইসরায়েলের সামরিক আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তারা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের দৃঢ় সংহতির কথা পুনর্ব্যক্ত করে এবং দ্বি-রাষ্ট্র সমাধান ভিত্তিক আলোচনার ফলপ্রসূ অগ্রগতির ওপর জোর দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×