জলাবদ্ধতা নয়, জয় হলো ভালোবাসার: পানিতে দাঁড়িয়েই বিয়ে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৪৪ পিএম, ২৭ জুলাই ২০২৫
.webp)
চারপাশে থইথই পানি, কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও আবার কোমর সমান। ঘূর্ণিঝড় ‘উইফা’র তাণ্ডবে জলমগ্ন হয়ে পড়ে পুরো শহর। রাস্তাঘাট থেকে শুরু করে গির্জা পর্যন্ত—সবই পানির নিচে। এমন এক দুঃসময়ে যখন সবাই ঘর থেকে বেরোতেই ভয় পায়, ঠিক তখনই প্রেমকে অগ্রাধিকার দিলেন এক যুগল। হাঁটুপানিতে দাঁড়িয়ে, জলমগ্ন গির্জায় তারা আয়োজন করলেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান—বিয়ে।
ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের মালোলোস শহরে। বর জেড রিক ভারদিলো ও কনে জ্যামাইকা আগুইলার একে অপরকে ভালোবাসেন প্রায় এক দশক ধরে। সেই দীর্ঘ প্রেমের সম্পর্ককে চিরস্থায়ী রূপ দিতে নির্ধারিত হয় বিয়ের দিন ২২ জুলাই। দুই পরিবারের সম্মতি, বন্ধু-স্বজনের উচ্ছ্বাসে তখন চলছে পুরোদম প্রস্তুতি—পোশাক তৈরি, নিমন্ত্রণপত্র বিলি, ভোজের আয়োজন, কিছুই বাদ ছিল না।
তবে সব পরিকল্পনায় ছন্দপতন ঘটায় ঘূর্ণিঝড় ‘উইফা’। টানা ভারি বৃষ্টিপাতে প্লাবিত হয় পুরো এলাকা। বিয়ের জন্য নির্ধারিত বারাসোয়াইন গির্জাও ডুবে যায় পানিতে। চারপাশে তখন শুধু অনিশ্চয়তা—অনেকে ধরে নেন, এই বিয়ে আর হচ্ছে না।
কিন্তু জ্যামাইকা ও ভারদিলো সিদ্ধান্ত বদলাননি। কঠিন পরিস্থিতিকেই ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা হিসেবে গ্রহণ করেন তারা। বিয়ের দিন ঠিক রেখেই হাজির হন গির্জার ভেতর, হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে পরস্পরের হাতে হাত রেখে বলেন—“হ্যাঁ, আমি রাজি।”
সেই মুহূর্তে অতিথিদের কেউ বরকে ধরে রেখেছেন যেন তিনি পিছলে না পড়েন, কেউ কনের পোশাক তুলে রেখেছেন যেন তা পানিতে না ডুবে। অতিথিরাও ছিলেন খালি পায়ে বা চটিজুতা পরে, কিন্তু সবাই একমত—“এটাই তো ভালোবাসা।”
এই ব্যতিক্রমী দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ এটিকে সিনেমার চেয়েও বেশি আবেগঘন বলে মন্তব্য করেন, আবার কেউ বলেন—এটা ভালোবাসা ও প্রতিশ্রুতির এক অমলিন নিদর্শন।
জ্যামাইকা ও ভারদিলোর জলভেজা বিয়ে কেবল একটি অনুষ্ঠানের গল্প নয়, এটি সত্যিকারের ভালোবাসার প্রতিচ্ছবি—যেখানে আবেগের কাছে হার মানে দুর্যোগ, আর সাহসিকতাই রচনা করে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।