সৌদিতে তিনটি পেশায় প্রবাসীদের কাজের সুযোগ সীমিত হচ্ছে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩০ পিএম, ২৭ জুলাই ২০২৫

সৌদি আরব তার অভ্যন্তরীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন আনছে। দেশটির সরকার ধাপে ধাপে তিনটি প্রধান খাতে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ সীমিত করে দিচ্ছে, যেখানে অগ্রাধিকার পাচ্ছেন সৌদি নাগরিকরা। এই তিনটি খাত হলো— ফার্মেসি, দন্তচিকিৎসা এবং প্রযুক্তিগত প্রকৌশল।
সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এসব খাতে সৌদি নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্দেশ্যে একটি নতুন নীতির বাস্তবায়ন শুরু করেছে। এই পদক্ষেপটি কার্যকর হয়েছে রোববার, ২৭ জুলাই থেকে।
এই উদ্যোগকে সরকারিভাবে ‘সৌদিকরণ’ নামে অভিহিত করা হচ্ছে। মূলত, বিদেশি কর্মীদের জায়গায় স্থানীয় নাগরিকদের নিয়োগই এর মূল লক্ষ্য।
ফার্মেসি খাতে সৌদিকরণের আওতায় বেশ কিছু কোটা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে কমিউনিটি ফার্মেসি এবং মেডিকেল কমপ্লেক্সে কর্মরত জনবলের কমপক্ষে ৩৫ শতাংশ সৌদি নাগরিক হতে হবে। হাসপাতাল-সংযুক্ত ফার্মেসিতে এই হার বাড়িয়ে ৬৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, আর অন্যান্য ফার্মেসি-সংশ্লিষ্ট কাজের জন্য এ হার হতে হবে ৫৫ শতাংশ। এসব নিয়ম শুধু সেই ফার্মেসিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে পাঁচ বা ততোধিক কর্মী রয়েছেন। সংশ্লিষ্ট সৌদি কর্মীদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে মাসিক সাত হাজার রিয়াল।
এছাড়া, দন্তচিকিৎসা খাতে মোট জনবলের অন্তত ৪৫ শতাংশ সৌদি নাগরিক হতে হবে এবং তাদের জন্য নির্ধারিত ন্যূনতম বেতন মাসিক নয় হাজার রিয়াল।
প্রযুক্তিগত প্রকৌশল খাতেও নিয়োগে সৌদিকরণের নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে পাঁচ বা তার বেশি জনবল রয়েছে, সেখানে অন্তত ৩০ শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক এবং তাদের বেতন নির্ধারণ করা হয়েছে মাসিক পাঁচ হাজার রিয়াল।
সৌদি সরকার বলছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো স্থানীয়দের কর্মসংস্থান বাড়ানো এবং বিভিন্ন পরিষেবা খাতে গুণগত উন্নয়ন নিশ্চিত করা।
সূত্র: সৌদি গ্যাজেট