সৌদিতে ধরপাকড় অভিযানে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার


সৌদিতে ধরপাকড় অভিযানে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানে এক সপ্তাহে ২২ হাজার ৫০০ জন প্রবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, ১৭ জুলাই থেকে ২৩ জুলাইয়ের মধ্যে সৌদির বিভিন্ন শহর ও অঞ্চলজুড়ে সমন্বিত অভিযান চালানো হয়। দেশটির বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বিভাগ একযোগে এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ৮০০ জন আবাসন সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেছেন, ৫ হাজার ২০০ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন এবং ৩ হাজার ৪০০ জন শ্রম আইন অমান্য করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবে ঢোকার সময় ধরা পড়েছেন আরও ১ হাজার ৯৮৭ জন। এদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। বিবৃতিতে বলা হয়, এই গোষ্ঠীর মধ্যে ইথিওপিয়ানদের সংখ্যা ৬১ শতাংশ, ইয়েমেনিদের সংখ্যা ৩৮ শতাংশ, এবং বাকি অংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় আরও ৪০ জন অভিবাসীকে আটক করা হয়। একই সময়, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনে সহায়তা করার অভিযোগে সৌদিতে বসবাসকারী ১৫ জন স্থানীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ১৮ হাজার ৩০০ জন বিদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ১৫ হাজার ৭০০ জন পুরুষ এবং ২ হাজার ৫০০ জন নারী রয়েছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ হাজার জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ভ্রমণের কাগজপত্র সংগ্রহের জন্য। ইতোমধ্যে ১১ হাজার জনকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে অভিযুক্তদের জন্য সৌদির আইন অনুযায়ী সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় নিয়মিতভাবে সতর্কবার্তা দিয়ে আসছে।

মরুপ্রধান দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক এখানে কর্মরত। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে নিয়মিতভাবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় ও অভিযানের খবর উঠে আসে।

সূত্র: গালফ নিউজ

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×