ভারত-সমর্থিত তিন জঙ্গি নিহত, দাবি পাকিস্তানের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:১০ পিএম, ২৬ জুলাই ২০২৫

পাকিস্তানের সোয়াত জেলায় চালানো এক যৌথ অভিযানে ভারত-সমর্থিত জঙ্গিগোষ্ঠী ‘ফিতনা আল-খারিজ’-এর তিন সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ ও কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। নিহতদের মধ্যে একজন ছিলেন সরকারের ঘোষিত 'হাই ভ্যালু টার্গেট', যার মাথার দাম ছিল ২০ লাখ রুপি। এই তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
সিটিডি জানায়, নিহত তিনজনই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং পুলিশের সদস্যদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাদের মধ্যে অন্যতম আজমল ওরফে ওয়াকাস, যিনি গ্রাম প্রতিরক্ষা পরিষদের সদস্যদের হত্যা করার অভিযোগে অভিযুক্ত এবং দেশটির ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।
দ্বিতীয় নিহত ব্যক্তি হলেন মতিউল্লাহ, যিনি ইসহাক ও জুনায়েদ নামেও পরিচিত ছিলেন। আর তৃতীয়জনের নাম রহিমুল্লাহ রেহমানি, যিনি রোহুল্লাহ নামে পরিচিত।
সিটিডি আরও জানায়, এই জঙ্গিরা সোয়াত এলাকায় সংঘটিত আইইডি বিস্ফোরণ, চাঁদাবাজি এবং বিদেশি অর্থায়নের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল।
অঞ্চলীয় পুলিশ কর্মকর্তা শের আকবর খান জানান, “এই অভিযানে ‘ফিতনা আল-খারিজ’ গোষ্ঠীর সোয়াত ও আশপাশের এলাকায় কার্যক্রমে বড় ধরনের আঘাত হেনেছে। গোষ্ঠীটির সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পুলিশ মহাপরিদর্শক জুলফিকার হামিদ সিটিডি ও সোয়াত পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করে বলেন, “প্রদেশে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”