বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের


বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় ইসলামাবাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার প্রথম সরাসরি বৈঠকে উঠে এসেছে এমন বার্তা।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এটিই ছিল তাদের প্রথম সামনাসামনি সাক্ষাৎ, যদিও এর আগে দুজনের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছিল।

বৈঠকে ইসহাক দার ভারত-পাকিস্তান সম্পর্কের প্রসঙ্গ তোলেন এবং দুই দেশের মধ্যকার সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র রাষ্ট্রগুলোর গঠনমূলক ভূমিকাকে স্বীকৃতি দেন।

তিনি বলেন, "পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ এবং শান্তি চায়।"

ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ এনে দার বলেন, "বিশ্বকে বিভ্রান্ত করতে এবং পাকিস্তানকে বদনাম করতে ভারত সন্ত্রাসবাদের আশ্রয় নেয়।"

তিনি আরও বলেন, "পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং তাদের দলের প্রতি কৃতজ্ঞ। পাকিস্তান তার কোনো প্রতিবেশীর সঙ্গে সংঘাত চায় না।"

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের বরাত দিয়ে জানা যায়, বৈঠকে মার্কো রুবিও পাকিস্তানের শান্তিপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তার ভাষায়, "বিশ্ব ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তান সর্বদা ইতিবাচক ভূমিকা পালন করেছে।"

এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং সম্ভাব্য বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে বিশদভাবে আলোচনা হয়। অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

বৈঠকে ইসহাক দার বলেন, "আমেরিকান ব্যবসায়ী সম্প্রদায় এবং বিনিয়োগকারীদের জন্য পাকিস্তান একটি আকর্ষণীয় গন্তব্য। আঞ্চলিক শান্তির বিষয়ে দুই দেশেরই একই দৃষ্টিভঙ্গি এবং স্বার্থ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সম্প্রদায় দুই দেশের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করছে।"

দার আরও উল্লেখ করেন, "আমরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়েও মতামত বিনিময় করেছি। সাম্প্রতিক পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গঠনমূলক ভূমিকার আমি প্রশংসা করি।"

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ইরানের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের আগ্রহ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির প্রতিশ্রুতিকে মার্কো রুবিও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×