বন্দি বিনিময়ে যুক্তরাষ্ট্রে ফিরলেন ১০ মার্কিনি, ভেনেজুয়েলায় ফিরলেন ২৫২ জন


বন্দি বিনিময়ে যুক্তরাষ্ট্রে ফিরলেন ১০ মার্কিনি, ভেনেজুয়েলায় ফিরলেন ২৫২ জন

আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে এক বহুপক্ষীয় বন্দি বিনিময় চুক্তি, যার মাধ্যমে শুক্রবার এল সালভাদরের একটি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন ২৫২ জন ভেনেজুয়েলান নাগরিক। একই প্রক্রিয়ায় কারাকাস ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ১০ মার্কিন নাগরিক। এই আদান-প্রদানের খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ভেনেজুয়েলার সরকারি সূত্র জানায়, ফেরা নাগরিকদের বেশিরভাগই চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হন এবং পরে স্থানান্তরিত হন এল সালভাদরের berখ্যাত সিসোট (CI-COT) কারাগারে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, এদের অনেকেই ভয়ঙ্কর অপরাধী গোষ্ঠী ‘ত্রেন দে আরাগুয়া’র সঙ্গে সংশ্লিষ্ট।

এই বিতাড়নের পেছনে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপ ছিল বিশেষভাবে আলোচিত। তিনি ১৭৯৮ সালের অ্যালিয়েন এনিমি অ্যাক্টস আইনের আওতায় তাদের দেশছাড়া করেন। তবে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, এই অভিযুক্তদের উপযুক্ত আইনি সহায়তা বা শুনানির সুযোগ দেওয়া হয়নি, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী।

দুটি পৃথক বিমানে এসব ভেনেজুয়েলান নাগরিককে ফিরিয়ে আনা হয় রাজধানী কারাকাসে। দেশে পৌঁছানোর পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং অধিকাংশকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র সাতজনের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে, যাদের বিষয়টি বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে, কারাকাসে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত মার্কিন নাগরিকদের সঙ্গে অস্থায়ী কূটনীতিক জন ম্যাকনামারার একাধিক ছবি প্রকাশ করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিনিময়ের অংশ হিসেবে ভেনেজুয়েলা সরকার আরো ৮০ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে সাতজন ভেনেজুয়েলান শিশুও স্বদেশে ফিরে এসেছে, যারা যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তাদের অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

এই ত্রিপক্ষীয় চুক্তিটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে মানবিক ও কূটনৈতিক সমঝোতার নতুন দিগন্ত খুলে দিতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×