কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা স্বামী গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৩১ এম, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে খুন করে লাশ গোপন করতে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন এক ব্যক্তি। ঘটনার কয়েকদিন পর পলাতক স্বামী নজরুল ইসলামকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার, ১৫ অক্টোবর, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, নিহত তাসলিমা আক্তারের স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, “রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর তার লাশ ডিপ ফ্রিজে রেখে পলাতক ছিলেন নজরুল ইসলাম। কলাবাগান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।”
ঘটনার বিস্তারিত তুলে ধরতে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজ ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।