পাকিস্তানে যৌথ অভিযানে ৯ জঙ্গি নিহত, আহত পুলিশ ও সেনা কর্মকর্তা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:০৯ পিএম, ১৯ জুলাই ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত একটি যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার ভোরে পরিচালিত এই অভিযানে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সদস্যরাও অংশ নেন।
স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে প্রচণ্ড গুলিবিনিময় হয়, যা বেশ কিছু সময় ধরে চলে।
এই সংঘর্ষে জেলা পুলিশ অফিসার (ডিপিও) খালিদ খান, দুয়াবা থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো না হলেও তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, পুরো এলাকা ঘিরে এখনো অভিযান অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করতে তল্লাশি চালাচ্ছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি টেলিফোনে আহত নিরাপত্তা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহসিকতার জন্য প্রশংসা করেন। তিনি বলেন, “জাতির নিরাপত্তায় এই ধরনের আত্মত্যাগের জন্য আমরা কৃতজ্ঞ।”
এদিকে ইসলামাবাদ-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে মোট ৫০২টি জঙ্গি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, যেখানে নিহত হয়েছেন অন্তত ৭৩৭ জন। নিহতদের মধ্যে ২৮৪ জন নিরাপত্তা কর্মী, ২৬৭ জন সাধারণ নাগরিক, ১৮০ জন জঙ্গি এবং ৬ জন স্থানীয় শান্তি কমিটির সদস্য রয়েছেন।
বিশ্লেষকদের মতে, আফগান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি তৎপরতার পুনরুত্থান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।