ফিলিস্তিনের সার্বভৌমত্ব কখনোই প্রতিষ্ঠা হতে দেব না: নেতানিয়াহু


February 4 2025/netanyahu_n dw.jpg

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন পরিচালনা করতে পারলেও, তাদের কখনোই পূর্ণাঙ্গ স্বাধীন বা সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না।

সোমবার যুক্তরাষ্ট্র সফরের সময় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে এই বক্তব্য দেন নেতানিয়াহু। বৈঠকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনাও হয়েছে বলে জানা গেছে।

নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনিদের নিজেদের শাসনের অধিকার থাকলেও, কোনোভাবেই এমন কোনো ক্ষমতা তাদের হাতে দেওয়া হবে না যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তাঁর মতে, ফিলিস্তিনের ওপর সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে কেবল ইসরায়েলের হাতেই।

তিনি বলেন, “আমরা এমন এক শান্তি চাই, যেখানে ফিলিস্তিনিরা আমাদের ধ্বংস করতে না চায়, আর সেই শান্তির ভিত্তি হবে ইসরায়েলের পূর্ণ নিরাপত্তা ও সার্বভৌম ক্ষমতার নিশ্চিততা।”

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা একরকম উড়িয়ে দিয়ে নেতানিয়াহু আরও বলেন, “অনেকে বলবে এটা রাষ্ট্র নয়, বা এটা পূর্ণাঙ্গ নয় আমরা এসব নিয়ে চিন্তিত নই। আমরা প্রতিজ্ঞা করেছি ‘আর কখনো নয়।’ অর্থাৎ, এখনই সময়, এটা কখনোই ঘটতে দেওয়া যাবে না।”

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে কোনো সুস্পষ্ট অবস্থান নেননি। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জানি না,” যা অনেকের কাছে এ বিষয়ে অনাগ্রহের ইঙ্গিত হিসেবেই ধরা পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর বক্তব্য এবং ট্রাম্পের প্রতিক্রিয়া এটাই ইঙ্গিত দেয় যে, বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ফিলিস্তিনের সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×