বিশ্বের প্রথম দুই আসনের যুদ্ধবিমান জে-২০এস যুক্ত করল চীন


February 4 2025/china.jpeg

চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (PLAAF) প্রথমবারের মতো তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান জে-২০-এর দুই আসনের একটি সংস্করণ বিমান বহরে যুক্ত করেছে। নতুন এই মডেলটি ‘জে-২০এস’ নামে পরিচিত এবং এতে একজন পাইলট ছাড়াও একজন ‘ওয়েপন সিস্টেমস অফিসার’ বসার ব্যবস্থা রয়েছে, যা দীর্ঘমেয়াদি অভিযানে কার্যকর সমন্বয়ের সুযোগ করে দেবে।

দুই আসনের এই জে-২০এস প্রথমবার প্রকাশ্যে আসে ২০২১ সালের অক্টোবরে। দীর্ঘ গুঞ্জনের পর এটির আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য একটি পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

জে-২০ মূলত উন্নত স্বয়ংক্রিয়তা ও তথ্যপ্রদর্শন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হলেও, এর উচ্চ পাল্লার জন্য দীর্ঘ সময় ধরে পরিচালিত মিশনগুলোতে পাইলটের চাপ কমাতে এবং অপারেশনাল দক্ষতা বাড়াতে দ্বিতীয় ক্রু সদস্য যুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করে পিএলএএএফ।

জে-২০এস প্রথমবারের মতো মোতায়েন করা হয়েছে হেবেই প্রদেশের কাংঝোউ ফ্লাইট ট্রেনিং বেসে অবস্থিত পিএলএএএফ-এর ১৭২তম এয়ার ব্রিগেডে। ২০১৮ সাল থেকে এই ব্রিগেড জে-২০ নিয়ে কাজ করছে এবং প্রশিক্ষণ ও রিজার্ভ যুদ্ধ ইউনিট হিসেবে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, জে-২০এস নতুন ধরনের কৌশল প্রয়োগে সক্ষম হওয়ায় এর ব্যবহারিক প্রশিক্ষণের জন্য এই ইউনিটকে বেছে নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, জে-২০এস ভবিষ্যতে মনুষ্যবিহীন কমব্যাট উইংম্যান, যেমন ডার্ক সোর্ডের মতো ড্রোনের নিয়ন্ত্রণ, ইলেকট্রনিক হামলা, এমনকি আকাশ থেকে কমান্ড সেন্টার হিসেবেও ব্যবহৃত হতে পারে। এটি শুধু প্রশিক্ষণ বিমান নয়, বরং ফ্রন্টলাইন যুদ্ধবিমান হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত।

চীনের জে-২০ এবং এ সংক্রান্ত উন্নয়ন নিয়ে লেখা বই “China’s Stealth Fighter: The J-20 ‘Mighty Dragon’ and the Growing Challenge to Western Air Dominance”-এর লেখক আব্রাহাম আব্রামস জানান, জে-২০ যুদ্ধবিমানের ভবিষ্যৎ ইউনিটগুলোর একটি বড় অংশই হয়তো দুই আসনের হবে। ঠিক যেভাবে ২০১০ সালের দিকে চীনের ফ্ল্যাঙ্কার বিমানগুলো এক আসন থেকে দুই আসনে রূপান্তরিত হয়েছিল। অফিসিয়াল আর্টওয়ার্কেও কেবল দুই আসনের জে-২০ উড়তে দেখা গেছে, যা ইঙ্গিত করে নতুন আলাদা ইউনিট গঠনের পরিকল্পনা রয়েছে।

আব্রামস আরও বলেন, জে-২০এস প্ল্যাটফর্মকে ঘিরে ভবিষ্যতে স্ট্রাইক, ইলেকট্রনিক অ্যাটাক ও অন্যান্য ভার্সনও তৈরি হতে পারে যেমন সোভিয়েত ইউনিয়নের সু-২৭ প্ল্যাটফর্ম থেকে একাধিক ভিন্নধর্মী যুদ্ধবিমান তৈরি হয়েছিল।

যদিও এই মডেলটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবু ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে জে-২০ ফ্লিটের একটি উল্লেখযোগ্য অংশই হবে এই দুই আসনের সংস্করণ। PLAAF বর্তমানে জে-২০ সংগ্রহের দিক থেকে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে, তাই জে-২০এস-ও বৃহৎ পরিসরে উৎপাদনের পথে রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

 

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×