কক্সবাজার সমুদ্রসৈকতে চবি’র ৩ শিক্ষার্থী তলিয়ে যান, ১ লাশ উদ্ধার


February 4 2025/cox dw.jpeg

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী সাগরে তলিয়ে গেছেন। তাঁদের মধ্যে কে এম সাদমান রহমান সাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে আসিফ আহমেদ ও অরিত্র হাসান নামের আরও দুই শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন।

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চবি’র সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সহপাঠীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের চার শিক্ষার্থী ও আরবি বিভাগের একজন শিক্ষার্থী গতকাল সন্ধ্যায় কক্সবাজারে ভ্রমণে যান। হিমছড়ি এলাকায় রাতযাপন শেষে আজ সকালে তাঁরা সমুদ্রসৈকতে ঘুরতে যান। এ সময় তিনজন শিক্ষার্থী গোসলে নামলে হঠাৎ সাগরের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তলিয়ে যান।

একজন সহপাঠী জানান, “আমরা স্থানীয় জেলেদের ডাকতে গিয়ে সময় নষ্ট করি না, দ্রুত তাঁদের সহযোগিতা নিই। কিন্তু তাঁরা তখনও সবাইকে উদ্ধার করতে পারেননি। কিছুক্ষণ পর সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও বাকি দুজনের সন্ধান এখনও মেলেনি।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে এ ভ্রমণে গিয়েছিলেন। সহকারী প্রক্টর বলেন, “স্থানীয় প্রশাসনের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। উদ্ধার তৎপরতা চলছে। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে এবং বিভাগ থেকে সিনিয়র কয়েকজন শিক্ষক কক্সবাজারে গেছেন।”

উল্লেখ্য, উদ্ধার অভিযান পরিচালনায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলও তৎপর রয়েছে। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×