যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক মোকাবেলায় আলোচনা শুরু, ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধি দল


February 4 2025/images (7) dw 24.jfif

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক ঘোষণা নিয়ে উদ্ভূত সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে এই প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, শেখ বশিরউদ্দিন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সঙ্গে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠির মাধ্যমে অবহিত করেছেন যে, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক কার্যকর হবে।

শুধু বাংলাদেশ নয়, আরও ১৩টি দেশের জন্যও বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে হোয়াইট হাউসের। এর মধ্যে মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর ৪০ শতাংশ, থাইল্যান্ড ও কম্বোডিয়ার ওপর ৩৬ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে আলোচনা ও সমঝোতার সুযোগ রেখে দিয়ে শুল্ক কার্যকরের সময়সীমা ৯ জুলাই থেকে পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করেছেন ট্রাম্প।

প্রেস সচিব শফিকুল আলম জানান, এরই মধ্যে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়েছে। আগামী ৯ জুলাই আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, “শুল্ক কার্যকর করার সময় কিছুটা পেছানো হলেও তার প্রভাব ও গুরুত্ব একটুও কমবে না। প্রতিদিনই বিশ্বনেতারা প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করছেন, চুক্তির জন্য বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন।”

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেন, “আসন্ন দিনগুলো ব্যস্ততায় ভরা থাকবে। প্রতিনিয়ত চুক্তির সম্ভাব্য খসড়া ও আলোচনার প্রস্তাব আসছে। আমরা খতিয়ে দেখছি কোনটি দুই পক্ষের জন্য সবচেয়ে কার্যকর হয়।”

উল্লেখ্য, দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতির কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। তবে আলোচনার মাধ্যমে সমাধান চেয়ে উভয় পক্ষই এখনও সমঝোতার সম্ভাবনা খোলা রেখেছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×