আমাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল: পেজেশকিয়ান


saurav/iran_20250707_210609268.jpg

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, চলতি বছরের জুনে সংঘাত চলাকালে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

গত রোববার সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে কার্লসনের এক প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, “হ্যাঁ, আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টাও হয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়।”

তিনি জানান, সংঘাত শুরুর পর তেহরানে একটি জরুরি বৈঠকে বসেছিলেন তিনি। ঠিক সেই সময়, বৈঠকস্থল এলাকায় প্রচণ্ড বোমাবর্ষণ শুরু হয়। পরে অনুসন্ধানে জানা যায়, এই হামলার পেছনে ইসরায়েলের হাত ছিল, যুক্তরাষ্ট্র নয়।

উল্লেখ্য, ১৩ জুন থেকে ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোতে বিমান হামলা চালায় ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে চালানো এই অভিযানের পেছনে কারণ হিসেবে ইসরায়েল দাবি করে, ইরান পরমাণু অস্ত্র তৈরির শেষ ধাপে পৌঁছে গেছে। ওই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেন, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে এ পদক্ষেপ নিয়েছে তারা।

১২ দিন ধরে চলা এই সংঘাতে ফার্দো, ইসফাহান ও নানতাজ শহরের পরমাণু স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু আলোচনাও ওই সময় বন্ধ হয়ে যায় এবং এখনো তা পুনরায় শুরু হয়নি। পেজেশকিয়ান সাক্ষাৎকারে ইঙ্গিত দেন, তেহরান সংলাপে ফিরতে প্রস্তুত, তবে ওয়াশিংটনের প্রতি আস্থা সংকটে ভুগছে।

তিনি বলেন, “আমরা আলোচনায় আগ্রহী, কিন্তু প্রশ্ন হলো আমরা কীভাবে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করব? যদি আবার আলোচনায় বসি, কীভাবে নিশ্চিত হবো ইসরায়েল তখন আর হামলা চালাবে না?”

সূত্র: এএফপি

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×