ইসরায়েলগামী জাহাজে ইয়েমেনের হামলা, ডুবে যাওয়ার পথে 'ম্যাজিক সিজ'


saurav/rph88888888888-1751900454.jpg

লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ‘ম্যাজিক সিজ’ নামের জাহাজটি বর্তমানে ডুবে যাওয়ার অবস্থায় রয়েছে বলে দাবি করেছে তারা। সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে জানা গেছে, ইয়েমেনি সেনাবাহিনী জানায়, ইসরায়েল অধিকৃত বন্দরে পণ্য পরিবহনের চেষ্টা করায় তারা সমুদ্রপথে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। অভিযানে দুইটি ড্রোনবোট, পাঁচটি ব্যালিস্টিক ও গাইডেড ক্ষেপণাস্ত্র এবং তিনটি আকাশচালিত ড্রোন ব্যবহার করা হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, “দখলদার ইসরায়েলি বন্দরগুলোতে প্রবেশের চেষ্টা এবং আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় জাহাজটিকে লক্ষ্য করে সমন্বিত হামলা চালানো হয়েছে।”

হামলার পেছনে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশের বিষয়টিও উল্লেখ করেছে ইয়েমেন। তারা বলেছে, “নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকার অংশ হিসেবে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।”

ইয়েমেনি বাহিনী আরও জানায়, অভিযানের আগে জাহাজটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করায় সরাসরি হামলা চালানো হয়। হামলার ফলে জাহাজটিতে পানি ঢুকে পড়ে এবং তা ডুবে যাওয়ার পথে রয়েছে। তবে মানবিক বিবেচনায় জাহাজের কর্মীদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×