পুতিনের সঙ্গে ফোনালাপের পর যা বললেন ট্রাম্প


February 4 2025/ttt.jpg

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পরে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

আইওয়া অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে ওয়াশিংটনের বাইরে বিমান ঘাঁটিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তার (পুতিন) সঙ্গে আমার ফোনালাপে কোনো অগ্রগতি হয়নি। ’

এদিকে, ক্রেমলিনের একজন সহযোগী বলেন, রুশ প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত করেছেন যে মস্কো সংঘাতের ‘মূল কারণগুলো’ সমাধানের জন্য চাপ অব্যাহত রাখবে।

পুতিনের সহযোগী ইউরি উশাকভের দেওয়া একটি রিডআউট অনুসারে, প্রায় ঘন্টাব্যাপী ফোনালাপ করেন দুই নেতা।  তবে তাদের মধ্যে কিয়েভে কিছু মার্কিন অস্ত্র সরবরাহের সাম্প্রতিক স্থগিতাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি। 

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা অস্ত্র সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করিনি। ’

তবে তিনি তার পূর্বসূরি জো বাইডেনকে এত বেশি অস্ত্র পাঠানোর জন্য দোষারোপ করে বলেন, ‘এটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে’।

কূটনীতির মাধ্যমে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অনেকাংশেই থমকে গেছে।  যদিও পুতিনের ওপর আন্তরিকভাবে আলোচনার জন্য চাপ বাড়ানোর জন্য ট্রাম্প ক্রমবর্ধমান আহ্বানের মুখোমুখি হয়েছেন, যার মধ্যে কয়েকজন রিপাবলিকানও রয়েছেন।  

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই আহ্বানের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই  কিয়েভের উত্তরাঞ্চলীয় শহরতলিতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ড্রোন হামলায় আগুন লেগে যায়। 

অন্যদিকে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও পাঁচজন নিহত হয়েছেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×