ইতালির রোমে ভয়াবহ বিস্ফোরণ, ১০ পুলিশসহ আহত অন্তত ২৭ জন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৭ পিএম, ০৪ জুলাই ২০২৫

ইতালির রাজধানী রোমে একটি পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ১০ জন পুলিশ সদস্য এবং একজন দমকলকর্মী। শুক্রবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টার দিকে রোমের পূর্বাঞ্চলের প্রেনেস্তিনো এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আকাশে উঠে যায় বিশাল আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। রোমা টুডে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুনের ভয়াবহতা চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল বিভাগের প্রকাশিত অন্য একটি ছবিতে বিস্ফোরণে পেট্রোল স্টেশনটির প্রায় পুরো অংশ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখা গেছে।
পুলিশের একজন মুখপাত্র জানান, আহতদের মধ্যে ১৬ জন বেসামরিক নাগরিক এবং একটি জ্বালানি বিতরণ কেন্দ্রের ম্যানেজারও আছেন। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অ্যাম্বুলেন্স সেবার একজন প্রতিনিধি বলেন, প্রাথমিকভাবে আহতের সংখ্যা ২৮ জন বলে ধারণা করা হলেও এখন পর্যন্ত ২৭ জনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
ধর্মপ্রধান পোপ লিও চতুর্দশ এক্স বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “আমার ধর্মপ্রদেশের কেন্দ্রে এ ধরনের মর্মান্তিক ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের জন্য প্রার্থনা করছি।”
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা ভেন্টিলেশনে আছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ট্রাক দুর্ঘটনাবশত একটি পাইপলাইনে ধাক্কা দিলে গ্যাস লিক হয়। এরপর আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ঢাকাওয়াচ/এমএস