পিআর পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ সম্ভব : মাসুদ সাঈদী


saurav/1751625885-d6d55a82f7452d28747769bddd786a39.jpg

পিআর নির্বাচন ব্যবস্থা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি মনোনয়ন বাণিজ্য ও নির্বাচনী দুর্নীতি বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

শুক্রবার (৪ জুলাই) সকালে পিরোজপুর পৌর জামায়াত আয়োজিত এক মতবিনিময় সভা, শহরে জনসংযোগ এবং ভাড়ানিখাল খনন কাজ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। সভাটি জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মাসুদ সাঈদী বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের দাবি ১৯৮৪ সালে জামায়াত প্রথম তুলেছিল। সময়ের ব্যবধানে এর যৌক্তিকতা দেশবাসী ও রাজনৈতিক নেতারা বুঝতে পেরেছে। তেমনি পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা এখন হয়তো সবাই উপলব্ধি না করলেও অচিরেই এর ইতিবাচক দিকগুলো সবার কাছে স্পষ্ট হবে।"

তিনি ব্যাখ্যা করেন, "আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে যে রাজনৈতিক দল যত ভোট পাবে, সে অনুযায়ী সংসদে আসন বরাদ্দ পাবে। এতে করে সংসদে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং কোনো ভোট অপচয় হবে না।"

তার মতে, এই পদ্ধতি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি মনোনয়ন বাণিজ্য, টাকার অপব্যবহার ও নির্বাচনী দুর্নীতিকে রোধ করতে সহায়ক হবে। তিনি প্রত্যাশা করেন, দেশের সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণ সময়ের সঙ্গে সঙ্গে এ পদ্ধতির গুরুত্ব বুঝতে পারবে।

মাসুদ সাঈদী আরও বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। সে লক্ষ্য অর্জনে প্রয়োজন রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক সংস্কার। গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রথমেই দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। এরপরই নির্বাচনের পথে অগ্রসর হওয়া উচিত।”

তিনি সতর্ক করে বলেন, “যদি কোনো সংস্কার ছাড়া কেবলমাত্র একটি ‘নির্বাচন অনুষ্ঠান’ হয়, তবে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। কিন্তু দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না।”

এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিমসহ ওয়ার্ড ও পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×