ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু


ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার ভাষনপোতা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। তিনি কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে নুর ইসলাম তার গরু নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম বলেন, “নুর ইসলাম একজন শান্ত স্বভাবের ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।”

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×