সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, সেই সংস্কার আদায় করে ছাড়ব: ডা. শফিকুর রহমান


saurav/jamat-amir1-20250704183920.jpg

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার ছাড়া পেছাতে রাজি নয় এমন বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো আমরা তুলে ধরেছি এবং এসব আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

রংপুর মহানগর ও জেলা জামায়াত আয়োজিত এ জনসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, “কেউ যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচনের স্বপ্ন দেখে, তবে আমরা আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। দেশবাসী আর ভুয়া ভোট বা প্রশাসনের কারসাজি দেখতে চায় না।”

তিনি বলেন, “ভোটকেন্দ্রে সন্ত্রাস, কালো টাকার প্রভাব এবং প্রশাসনিক হস্তক্ষেপ কিছুই সহ্য করা হবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, ঢাকার দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×